টাঙ্গাইলের সখীপুরে স্ত্রী স্বীকৃতি দাবি করায় এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় প্রেমিক রশিদসহ তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে নির্যাতিতা নারীর বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলা দায়ের করেন। মামলায় মারধর ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়। বর্তমানে আহত নারী সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুর রশিদ (২১), তার বাবা আব্বাস আলী ও মা চন্দ্রা ভানু। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সখীপুর উপজেলার চতলবাইদ গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রোজিনার সঙ্গে পার্শ্ববর্তী বাজাইল গ্রামের আবদুর রশিদের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। ভুক্তভোগী নারীর দাবি, বিয়ের পর স্বামী রশিদ তাকে নিয়ে একাধিক...