এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান। আগামী রোববার দুবাইয়ে হবে জমজমাট এই মহারণ।চলমান আসরে এটি হবে দুই দলের তৃতীয় সাক্ষাৎ। এর আগে দু’বারই সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত জিতেছে, ফলে ফাইনালেও তাদেরকেই ফেভারিট ধরা হচ্ছে। অন্যদিকে পাকিস্তান খুব একটা ধারাবাহিক না হলেও সুপার ফোরে শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে। ফাইনালের আগে পাকিস্তানকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দিয়েছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। তিনি বলেছেন, ‘ফাইনাল ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত অবশ্যই ফেভারিট, তবে যেকোনো কিছু ঘটতে পারে। পাকিস্তানের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, বুদ্ধিমানের মতো খেলতে হবে। বিশেষ করে শুরুতেই উইকেট তুলে নিতে পারলে ভারতকে চাপে ফেলা সম্ভব। আশা করি সেরা দলই জয় পাবে। ’ অন্যদিকে, বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা মনে করেন, তাদের...