ভারতের উত্তরপ্রদেশের বেয়ারেলিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে। স্থানীয় আলেম ও ইত্তেহাদ-ই-মিল্লাত কাউন্সিলের প্রধান মাওলানা তৌকীর রাজার আহ্বানে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশের মূল উদ্দেশ্য ছিল ‘আই লাভ মুহাম্মদ’ প্রচারণার সমর্থন জানানো। ঘটনার সূত্রপাত হয় কানপুরে ৪ সেপ্টেম্বর, যখন ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় একটি তাঁবুর ওপর ‘আই লাভ মুহাম্মদ’ পোস্টার টাঙানো হয়। পুলিশ পোস্টার সরিয়ে দেয় এবং ৯ জনের নাম উল্লেখ করে ও ১৫ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এরপর দেশজুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। শুক্রবার বেয়ারেলিতে নামাজের পর পুলিশি উপস্থিতির মধ্যেও ভিড় ক্রমশ বৃদ্ধি পায়। পুলিশের অভিযোগ, কিছু ব্যক্তি উসকানিমূলক স্লোগান দেয় ও পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ চালায়। সংঘর্ষে অন্তত ১২ জন গ্রেপ্তার হন এবং ১০ জন পুলিশ সদস্য আহত হন। ইন্ডিয়ান...