২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ পিএম যুক্তরাষ্ট্র কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আসার পেছনে মূল কারণ হিসেবে বলা হচ্ছে, নিউইয়র্কে অনুষ্ঠিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়া এবং উসকানিমূলক আচরণ। ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার, যখন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর সঙ্গে যোগ দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানায়, পেত্রো মার্কিন সেনাদের আদেশ না মানা এবং সহিংসতা উসকে দেওয়ার আহ্বান দিয়েছেন। এই কারণে তার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে পেত্রোর বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেওয়া হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, তিনি সরাসরি বিক্ষোভকারীদের সঙ্গে মিশে ছিলেন...