কুড়িগ্রামের উলিপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শৈশব ও ধর্মীয় জ্ঞান বিকাশ নিয়ে ‘রাসূল (সা.) এর শৈশব’ শীর্ষক এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশার স্তম্ভের উদ্যোগে গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব শিববাড়ী গ্রামের ঈদগাহ মাঠে এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের বিশেষ আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা ও হামদ-নাত। এসব আয়োজনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটিতে এক ধর্মীয় ও জ্ঞানমূলক আবহ সৃষ্টি হয়। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজারভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উলিপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কামাল খামার ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, কৃষ্ণমঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক...