বাংলাদেশে পাঠানো অন্তঃসত্ত্বা সোনালিসহ ছয়জনকে চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে ফেরাতে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সোনালীর বাবা ও আরেকটি পরিবারের করা পৃথক রিটের রায়ে শুক্রবার একই নির্দেশ দিয়েছে আদালত। বিবিসি বাংলার খবর অনুযায়ী ‘মাইলফলক’ এই রায়ের পর্যবেক্ষণে কলকাতা হাইকোর্ট বলেছেন, ৩০ দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ এদের পরিচয় যাচাই করে দিল্লিতে জানিয়েছিল। কিন্তু তার আগেই এদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অতি দ্রুততার সঙ্গে এদের প্রত্যর্পণ করতে গিয়ে দিল্লি পুলিশ বড় ভুল করেছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, “১৯৯৮ সালের কোনও সময়ে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে সোনালির আধার কার্ড এবং প্যান কার্ডে তার যে বয়স লেখা আছে তাতে তার বয়স ২৬ বছর, অর্থাৎ তার জন্ম হয়েছিল ২০০০ সালে। তাই সোনালি ১৯৯৮ সালে ভারতে এসে থাকতে পারেন...