উত্তর-পশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্যের একটি স্বর্ণখনিতে ভয়াবহ ধসের ঘটনায় অন্তত ১০০ শ্রমিক নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা শ্রমিকদের বরাতে এ তথ্য জানানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ধসের সময় খনির ভেতর শত শত শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা কাজ শুরু করে। উদ্ধারকারী দলের সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে বলেন, আমরা এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। এখনও কমপক্ষে ১০০ জন চাপা পড়ে আছেন। ঘটনাস্থল থেকে বেঁচে আসা এক শ্রমিক ইসা সানি...