এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ফাইনালের আগে শ্রীলঙ্কার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে নেমেছিল ভারত। নির্ধারিত ওভার শেষে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ টাই হলে সুপার ওভারে গড়ায়। সেখানে ঘটে নানা নাটকীয়তা। দাসুন শানাকাকে বাংলাদেশের আম্পায়ার গাজী সোহেল আউট দেন, শানাকা রানআউটও হন। তারপর আবার সিদ্ধান্ত বদলে নটআউট দেন আম্পয়ার। আসলে সেখানে কী হয়েছিল? সুপার ওভারের চতুর্থ বলে স্ট্রাইকে লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। বল করছিলেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। শট খেলতে গেলে বল কিপারের হাতে যায়, বোলারের কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার গাজী সোহেল। শানাকা বলের দিকে খেয়াল না করে রান নিতে যান। এ সময় উইকেটকিপার সঞ্জু স্যামসন শানাকাকে রান আউট করেন। পরক্ষণেই দেখা যায় লঙ্কান ব্যাটার রিভিউয়ের আবেদন করেছেন এবং আম্পায়ার তার সিদ্ধান্ত বদলে নটআউট দিয়েছেন। এ বিষয়টিকে কোনোভাবেই মানতে পারছিলেন না...