রাজধানী সাতটি সরকারি কলেজ নিয়ে প্রতিষ্ঠা করা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি স্থাপনে খসড়া অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ চূড়ান্ত হলে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হবে। তবে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তির মাধ্যমে বিদ্যমান কাঠামোতে। এই বিশ্ববিদ্যালয়টি দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো হলেও কিছুটা ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক মানের বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মতো ডিসিপ্লিন পরিবর্তনের সুযোগসহ কিছু বাড়তি সুযোগ রাখা হয়েছে খসড়ায়। তবে পুরোপুরি স্বায়ত্তশাসন নেই ঢাকাসহ ১৯৭৩ সালের অধ্যাদেশে পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোর মতো। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনে করছে, শিক্ষার্থীদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেই আধুনিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের দাবির মুখে বর্তমান অন্তর্বর্তী সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজ- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি...