যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে আবারও উজ্জ্বল পারফরম্যান্সে নজর কাড়লেন সাকিব আল হাসান। বল হাতে দুর্দান্ত বোলিং করে দলকে এনে দিলেন সহজ জয়। পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে আটলান্টা ফায়ারের প্রতিপক্ষ ছিল আটলান্টা লাইটেনিং। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ফায়ার। দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন সাকিব। বল হাতে নামতেই সফল। নিজের চতুর্থ ডেলিভারিতেই আউট করেন নিকোলাস কীর্তনকে, যিনি করেন মাত্র ৬ রান। প্রথম ওভারে দেন মাত্র ৪ রান। চতুর্থ ওভারে আবারও আক্রমণে এসে দ্বিতীয় বলেই তুলে নেন হিথ রিচার্ডসের উইকেট, যিনি শূন্য রানে ফিরেন সাজঘরে। সেই ওভারে খরচ হয় মাত্র ২ রান। সব মিলিয়ে ২ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলাদেশি অলরাউন্ডার। নির্ধারিত ৫ ওভারে মাত্র ১৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস গুটিয়ে যায় আটলান্টা লাইটেনিংয়ের। ছোট লক্ষ্য তাড়ায়...