জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাঁর দল ক্ষমতায় এলে জনগণের দাবি আদায়ের জন্য আর রাস্তায় নামতে হবে না। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)-এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার দলের তিনটি প্রধান অঙ্গীকারের কথা ঘোষণা করে বলেন, ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আমাদের প্রধান ফোকাসে থাকবে। শফিকুর রহমান বলেন, আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াব কীভাবে, বসব কীভাবে, মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেবো না। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেবো। তিনি আরও বলেন,...