শেষ হইয়াও হইল না শেষ– রবীন্দ্রনাথ ঠাকুরের এ উক্তির মতোই বিসিবির নির্বাচনে বিতর্কের রেশ শেষ হচ্ছে না। গতকাল নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা প্রকাশের পর মনে হতে পারে বড় বিতর্ক থেকে বেঁচে গেছে বিসিবি। দুদকের দোহাই দিয়ে ১৫টি ক্লাবকে বাতিল করার যে কৌশল নেওয়া হয়েছিল, সেই অবস্থান থেকে সরে এসেছে কমিশন। আপত্তির ওপর বৃহস্পতিবার শুনানি শেষে ৭৬টি ক্লাবকেই কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। ২ নম্বর ক্যাটেগরি থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন তাদের ভোটে। গতকাল নির্বাচন নিয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিএনপি প্রতিনিধি আমিনুল হকের সঙ্গে বৈঠকও হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে। ক্লাব ক্যাটেগরি থেকে তিনজন পরিচালক বুলবুলের পক্ষে চেয়েছেন উপদেষ্টা। বিভাগ থেকে তামিম চেয়েছেন দুজন পরিচালক। বুলবুলকে সভাপতি আর তামিমকে সিনিয়র সহসভাপতি করার প্রস্তাব করা হয়েছে বলে...