একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস) আয়োজিত ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ (বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পরিচিত) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হয়েছে সিনেমাটি। শনিবার বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের তত্ত্বাবধানে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এক সংবাদ সম্মেলনে ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রকে অস্কারে পাঠানোর ঘোষণা দেয়। বিচ্ছেদের পরও নিজের মত করে বাঁচতে চাওয়া এক নারীর অদম্য লড়াইয়ের গল্পে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। এর আগে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম, মুম্বাইয়ে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এটি প্রযোজনা করেছে গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভ। নির্মাতা লীসা গাজী বলেন, “আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘বাড়ির নাম শাহানা’ অস্কারে যাচ্ছে। আমি আপ্লুত এবং গভীরভাবে কৃতজ্ঞ। এই খবরটি অবিশাস্য মনে হচ্ছে।” বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার...