গভীর রাতে বিশেষ ভিডিও কলে শাকিব খান দেখা দিলেন। সেই ভিডিও কল তার ভক্তরা বেশ উপভোগ করেছেন। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান শুধু অভিনেতা নন, একজন নিবেদিত প্রাণ বাবা হিসেবেও ভক্তদের কাছে পরিচিত। দুই সন্তানের প্রতিই সমান যত্নবান এই তারকা। তার প্রমাণ মেলে সন্তানের জন্মদিনসহ নানা উপলক্ষে। প্রতি জন্মদিনেই দেখা যায় দুই পুত্রকে আবেগঘন শুভেচ্ছা জানান তিনি। আজ (২৭ সেপ্টেম্বর) শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। দিবসটি স্মরণীয় করে রাখতে গতকাল (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে ছেলের সঙ্গে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ভিডিও প্রকাশ করেন শাকিব। ভিডিওতে বাবা-ছেলের মধুর সময়ের ঝলক দেখতে পান ভক্তরা। সেখানে খেলা থেকে শুরু করে হাসিখুশি মুহূর্ত ধরা দেয়। ক্যাপশনে শাকিব লেখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান...