দুজনের নামই অভিষেক, শুধু পদবীটা ভিন্ন। এশিয়া কাপের চলমান আলোচনায় এটা নিয়েই ভুল করে বসেন শোয়েব আখতার। তার সেই ভুলের সুযোগে রসিকতা করতে ছাড়েননি বলিউড অভিনেতা আভিষেক বচ্চন। আসলে ভারতের তরুণ ক্রিকেটার অভিষেক শর্মাকে ভুল করে অভিষেক বচ্চন বানিয়ে দিয়েছিলেন শোয়েব। সেই আলোচনায় পাকিস্তানের সাবেক গতিতারকা বলেছিলেন, ‘অভিষেক বচ্চনকে যদি পাকিস্তান শুরুতেই আউট করতে পারে…’। এটা শুনে আলোচনায় উপস্থিত বাকিরা হেসে ওঠেন এবং ভুল শুধরে দেন। ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে অভিষেক বচ্চনের নজরে আসে। তিনি টুইটারে লিখেন, ‘স্যার, সম্মান রেখে বলছি- আমার মনে হয় ওরা আমাকেও আউট করতে পারবে না! অথচ আমি তো ক্রিকেট খেলতেই পারি না!’ আসলে এই মন্তব্যে পাকিস্তান দলকে কটাক্ষ করেছেন অভিষেক। চলতি আসরে ভারতের কাছে দুইবার বাজেভাবে হেরেছে পাকিস্তান। বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মাকে আটকানোর...