বাবা হিসেবে অতুলনীয় সুপারস্টার শাকিব খান। দুই সন্তানের প্রতিই তিনি সমান যত্নবান। এর প্রমাণ মেলে সন্তানদের জন্মদিনে। যেমন, আজ ২৭ সেপ্টেম্বর শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন। প্রথম প্রহরেই ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কিং খান। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ের সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন শাকিব। যেখানে ছেলেকে নিয়ে কাটানো সুন্দর কিছু মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে। ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা—তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে।’ প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল...