নাইজেরিয়ার উত্তরপশ্চিমের জামফারা রাজ্যে একটি সোনার খনির একাংশ ধসে অন্তত ১০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে স্থানীয়রা ও ঘটনায় বেঁচে ফেরারা জানিয়েছেন। বৃহস্পতিবার মারুর কাদাউরি খনি এলাকায় খোঁড়া একটি গর্ত ধসে পড়ার সময় ভূগর্ভে বহু স্থানীয় খনি শ্রমিক কাজ করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন। খনিতে চাপা পড়াদের উদ্ধারে জড়িত স্থানীয় বাসিন্দা সানুসি আউয়াল বলেছেন, জঞ্জালের নিচ থেকে অন্তত ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে তার এক ভাইও রয়েছে। “ধসের সময় শতাধিক খনি শ্রমিক কাজ করছিলেন,” ফোনে রয়টার্সকে এমনটাই বলেছেন আউয়াল। “আমরা জীবিত উদ্ধার হয়েছি বলে ভাগ্যবান। শতাধিক লোকের মধ্যে কেবল আমরা ১৫ জন (জীবিত) উদ্ধার হয়েছি,” বলেছেন চিকিৎসাধীন ইসা সানি। জামফারা রাজ্যের খনি শ্রমিক সংস্থার মোহাম্মাদু ইসাও সোনার খনি ধসের খবর নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্তদের বের করে...