তথ্য চুরির শিকার ১৮টি স্কুল যুক্তরাজ্যভিত্তিক নার্সারি ও ডে কেয়ার সেন্টার পরিষেবা প্রদানকারী জায়ান্ট প্রতিষ্ঠান কিডো ইন্টারন্যাশনালের অন্তর্ভুক্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলেও, কিডো ইন্টারন্যাশনালের কোনো কর্মকর্তা তাৎক্ষণিক সাড়া দেননি।রয়টার্সের সাথে গোপন মেসেজিং অ্যাপে কথা বলে রেডিয়েন্ট গ্রুপের হ্যাকাররা জানিয়েছেন, তারা গত কয়েক সপ্তাহ ধরে কিডো ইন্টারন্যাশনালের নেটওয়ার্কে অবৈধভাবে প্রবেশ ছিল।রয়টার্সকে হ্যাকাররা আরও জানিয়েছে, কিডো ইন্টারন্যাশনালের কাছে তারা অর্থ চেয়েছে। প্রতিষ্ঠানটি যদি তাদের চাহিদামতো অর্থ পরিশোধ না করে, তাহলে পর্যায়ক্রমে এই ৮ হাজার শিশু এবং প্রতিষ্ঠানটির সব কর্মীর ব্যক্তিগত তথ্য তারা ডার্ক ওয়েবে প্রকাশ করবে।তবে কী পরিমাণ অর্থ চেয়েছে, তা রয়টার্সকে জানায়নি হ্যাকাররা। তারা কোন দেশের নাগরিক— এমন প্রশ্নের জবাবে হ্যাকাররা দাবি করেছে যে তারা রাশিয়ার নাগরিক এবং রাশিয়াতেই থাকে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ হ্যাকার দেয়নি।লন্ডনের...