২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পিএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ পিএম গাজার জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে চলা আন্তর্জাতিক উদ্যোগ ‘গ্লোবাল সুমুদ’ বহরের কার্যক্রমে নতুন করে সামরিক নজরদারি দেখা দিয়েছে। বহরের জাহাজগুলো যখন মধ্যসাগরে অবস্থান করছিল, তখন অজ্ঞাতনামা সামরিক বিমান তাদের ওপর দিয়ে উড়ে যায়। এই ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক ঘটনার বিস্তারিত অনুসারে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো অজ্ঞাত সামরিক বিমান বহরের জাহাজের ওপর দিয়ে উড়ে গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ‘গ্লোবাল সুমুদ’ মাঘরেব শাখা ফেসবুকে একটি পোস্টে জানায়, দুটি অজ্ঞাত বিমান তাদের জাহাজের ওপর চক্কর দিয়েছে। তারা আরও জানিয়েছে, জাহাজগুলো গ্রিসের আঞ্চলিক জলসীমায় অবস্থানকালে এই নজরদারি লক্ষ্য করা হয়েছে। এর আগে তিউনিশিয়ার সিদি বু সাঈদ বন্দরে নোঙর করা বহরের একটি জাহাজে হামলার অভিযোগে দেশটির কর্তৃপক্ষ এক...