কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে শেফালি পেট থেকে প্রায় ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই জটিল অপারেশন সম্পন্ন হয়। ভুক্তভোগী শেফালি এক বছর ধরে পেটে অল্প অল্প ব্যথা অনুভব করলেও বিষয়টিকে গুরুত্ব দেননি। সম্প্রতি ব্যথা বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শে আলট্রাসনোগ্রাম ও সিটি স্ক্যানে একটি বিশাল টিউমার ধরা পড়ে। চিকিৎসকদের সিদ্ধান্তে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা নেওয়া হয়। অপারেশনের পর হাসপাতালের বেডে শুয়ে শেফালি বলেন, আমি তো কখনো কিছু বুঝতে পারিনি। পেটে ব্যথা ছিল, ভাবতাম সাধারণ ব্যথা। পরে শুনলাম পেটে ১০ কেজি টিউমার ছিল! এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সার্জারি বিশেষজ্ঞ ডা. মো. আবু বকর ছিদ্দিক ফয়সল জানান, সিটি স্ক্যানে দেখা যায় টিউমারটি জরায়ুর নালী থেকে সৃষ্টি হয়েছে...