কিপার যখন বল লাগালেন স্টাম্পে, ব্যাটসম্যান তখনও ক্রিজের বাইরে। তার পরও তিনি রান আউট হলেন না। ভারত-শ্রীলঙ্কা ম্যাচে দেখা যায় এমন ঘটনা। উত্তেজনাময় ম্যাচটি ‘টাই’ হওয়ার পর সুপার ওভারে জন্ম নেয় কৌতূহল জাগানিয়া ওই ঘটনা, যেখানে রক্ষা পান দাসুন শানাকা। দুবাইয়ে শুক্রবার এশিয়া কাপের ম্যাচটিতে সুপার ওভারের চতুর্থ ডেলিভারি ছিল সেটি। আর্শদিপ সিংয়ের ওয়াইড ইয়র্কার ঠিকমতো খেলতে পারেননি শানাকা। পরে কিপারের কাছে বল রেখে দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেও পারেননি। পেছন থেকে বল ধরে থ্রো করে স্টাম্পে লাগান কিপার সাঞ্জু স্যামসন। আম্পায়ার ততক্ষণে আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দিয়েই রেখেছেন। তবে মজার ব্যাপার হলো, রান আউট নয়, আম্পায়ার আউট দেন ‘কট বিহাইন্ড।’ বিভ্রান্তির জন্ম মূলত এখান থেকেই। বোলার আর্শদিপ আবেদন করেন কট বিহাইন্ডের এবং সেটিতেই সাড়া দেন আম্পায়ার। শানাকা রিভিউ...