বুন্ডেসলিগায় শুক্রবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন কেইন। জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০ গোল পূর্ণ হয়ে যায় তার। গোলের এই সেঞ্চুরিতে পৌঁছে গেলেন তিনি দারুণ দ্রুততায়। বায়ার্নের জার্সিতে ১০৪ ম্যাচে ১০০ গোল হলো তার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে গোলের শতক করার রেকর্ড এটিই। এক ম্যাচ কম খেলে কেইন পেছনে ফেলেন রোনালদো ও হলান্ডকে। রেয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ও ম্যানচেস্টার সিটির হয়ে হলান্ড গোলের সেঞ্চুরি করেছিলেন ১০৫ ম্যাচ খেলে। কেইন প্রথম গোলটি করেন প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে। বায়ার্নের হয়ে টানা ১৮টি পেনাল্টিতে সফল হলেন তিনি। পরে শততম গোলটি করেন ম্যাচের ৬৫তম মিনিটে। এমনিতে এসব রেকর্ড সাধারণত ফুটবলারদের মাথায় থাকে না। তবে ইএসপিএনকে কেইন বললেন, এই...