শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ‘অস্কার বাংলাদেশ কমিটি’। এর আগে বাংলাদেশ থেকে মোট পাঁচটি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জমা পড়ে— মাকসুদ হোসাইনের সাবা, আকরাম খানের নকশিকাঁথার জমিন, শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী, মনজুরুল ইসলাম মেঘের ময়না এবং লীসা গাজীর বাড়ির নাম শাহানা। সবগুলো চলচ্চিত্র পর্যালোচনার পর শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়ন পেল বাড়ির নাম শাহানা। ছবিটি প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড। অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেন সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক সাজ্জাদ শরীফ,...