নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে রেললাইনের নিচ থেকে আব্দুল গনি (৪০) নামে এক প্রবাসীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশন ও রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এই মর্মান্তিক দৃশ্য দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। আব্দুল গনি ঘোড়াশাল পৌরসভার আঁটিয়া গাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি প্রায় ১৫ বছর ধরে সিঙ্গাপুরে কাজ করছিলেন। সম্প্রতি ছুটিতে দেশে এসে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। আগামী ২৯ সেপ্টেম্বর তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল। আব্দুল গনির ভাই মনির হোসেন জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে তার স্ত্রী বলেন, তার ভাইয়ের মোবাইল ফোন বন্ধ এবং তিনি নিখোঁজ। রাতেই বিষয়টি ঘোড়াশাল ফাঁড়ি ও পলাশ থানা পুলিশকে জানানো হয়। তার মোবাইল নাম্বারটি সন্ধ্যা ৭টা থেকে...