বিনোদন ডেস্ক : প্রায় ২০ বছর ধরে নড়াইলে কালিয়া উপজেলার ‘আল্পনা’ সিনেমা হল বন্ধ রয়েছে। এরপর দীর্ঘদিন জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। এতে ভবন ও এর আশেপাশে আগাছার জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এবার সেই স্থানটি পরিষ্কার করে তাতে ‘তাবলিগী মার্কাজ মসজিদ’ রূপান্তরিত করা হয়েছে। জানা গেছে, ১৯৮৪ সালে ‘টাউন হল’ নামে ভবনটির উদ্বোধন করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক ম শাফায়াত আলী। এর কিছুদিন পর সেখানে ‘আল্পনা’ নামে একটি সিনেমা হল প্রতিষ্ঠিত হয়। কিন্তু প্রায় দুই দশক আগে সিনেমা হল বন্ধ হয়ে যায়। তখন থেকে ভবনটি খালি পড়েছিল। জানা গেছে, তাবলিগের ‘আলমী শুরায়ী নেজাম’ এর পক্ষে মাওলানা শহিদুল এটি ইজারা নিয়ে ধর্ম প্রচারের জন্য তাবলিগী মার্কাজ মসজিদ করেছেন। এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামান গণমাধ্যমকে বলেন, এখন থেকে ২০...