২০০৩ সালে ডানা গুটিয়ে নিতে হয়েছিল বিশ্বের প্রথম সুপারসনিক যাত্রীবাহী জেট কনকর্ডকে। এরপর চলে গেছে দুই দশকের বেশি সময়। এতদিন পর শব্দের চেয়েও দ্রুত উড়ার সম্ভাবনার দুয়ার খুলেছে যুক্তরাষ্ট্রের তৈরি এক যাত্রীবাহী জেটের প্রোটোটাইপ। এ বছরের শুরুতে ‘এক্সবি ১’ নামের জেটের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে বিশ্বের দ্রুতগতির উড়োজাহাজ তৈরির লক্ষ্যে কাজ করা মার্কিন স্টার্টআপ ‘বুম সুপারসনিক’। বুম সুপারসনিকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ব্লেক শোল ২০২২ সালে গার্ডিয়ানকে বলেছিলেন, কনকর্ড যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হবে তার কোম্পানি। কারণ, কনকর্ডের চেয়ে হালকা ও আরও সক্ষম হবে তাদের বিভিন্ন জেট। কিন্তু একটি যাত্রীবাহী প্লেন সুপারসনিক গতিতে পৌঁছালে তখন আসলে কী ঘটে? যাত্রীবাহী কোনো প্লেনের গতি যখন এক মাক পেরিয়ে যায় বা শব্দের চেয়ে বেশি হয়, তখন প্লেনে এক শকওয়েভ তৈরি হয়। এ...