এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ। ফাইনালে ভারত পাকিস্তান, যেখানে বাংলাদেশ স্রেফ দর্শক। তবে এই ‘দর্শক’ ভূমিকাটা আক্ষরিক অর্থেই। বাংলাদেশ দল এখনও যে ঢাকায় ফেরেনি, রয়ে গেছে সংযুক্ত আরব আমিরাতেই! গত বৃহস্পতিবার দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বোলিংয়ে আশা জাগিয়েছিল বাংলাদেশ। তবে ১৩৬ রান তাড়া করতে পারেননি জাকের আলীরা, ম্যাচ হেরেছেন ১১ রানে। যার ফলে হাত ফসকে বেরিয়ে গেছে ফাইনালে খেলার স্বপ্ন।আরও পড়ুনআরও পড়ুনমগজের ব্যবহার ‘অপরাধ’ হলে বাংলাদেশ ক্রিকেট হবে সবচেয়ে নির্দোষ তবে মহাদেশীয় আসর থেকে বিদায়ঘণ্টা বেজে গেলেও বাংলাদেশ দল ঢাকায় আসছে না। আগে থেকেই নির্ধারিত সিরিজ খেলতে রয়ে গেছে আমিরাতেই। আগামী অক্টোবরের শুরুতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। ২৮ সেপ্টেম্বর ফাইনালে মাঠে নামবে পাকিস্তান ও ভারত। সেই ফাইনালের ৫ দিন পরই আমিরাতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের...