কুকুর সবার পরিচিত প্রাণী। কুরআন ও হাদিসে কুকুরের প্রসঙ্গ একাধিকবার এসেছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন—“পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।” (সুরা আনআম : ৩৮) আসহাবে কাহাফের কাহিনীতেও কুকুরের উল্লেখ আছে। তারা যখন গুহায় আশ্রয় নিয়েছিল, তখন তাদের কুকুর দরজায় শুয়ে পাহারা দিচ্ছিল। (সুরা কাহাফ: ১৮, ২২) শরীয়তে বিনা কারণে, শখ করে কুকুর পোষা হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারি কুকুর ছাড়া অন্য কুকুর পালে, তার আমল থেকে প্রতিদিন দু’ কিরাত পরিমাণ সওয়াব কমে যায়।” (বুখারি ৫৪৮২, মুসলিম ১৫৭৫) তবে শিকার, গবাদি পশু বা শস্যক্ষেত পাহারা দেওয়ার জন্য কিংবা বাড়িঘর রক্ষার প্রয়োজনে কুকুর পালন করা জায়েজ। এ অবস্থায় ফেরেশতা প্রবেশে বাঁধা হয় না। হাদিসে আছে—“যে...