এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভারত-পাকিস্তান ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে দল দুটির এটি তৃতীয় দেখা। প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে ভারত। ম্যাচের উন্মাদনা ছাপিয়ে দল দুটির কিছু বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে টুর্নামেন্ট জুড়েই আলোচনা হচ্ছে। দুই দেশের বোর্ডই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) পাল্টাপাল্টি অভিযোগ করেছে। শুনানি শেষে ভারতের সূর্যকুমার যাদব ও পাকিস্তানি পেসার হারিস রউফ আইসিসির শাস্তির মুখে পড়েছেন। গত ২১ সেপ্টেম্বর এশিয়া কাপে ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হারিস রউফকে। এই কারণে রউফের ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকেও একই পরিমাণ জরিমানা করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের ম্যাচে হ্যারিস রউফ ভারতীয় দর্শকদের দিকে উসকানিমূলক অঙ্গভঙ্গি করেন।...