একদিকে চোখে পড়ে নীল সমুদ্রের বিশালতা, অন্যদিকে সবুজে মোড়া পাহাড়ের অপরূপ দৃশ্য। এখান থেকে দেখা যায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল, বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল। সবুজ সমতল ভূমি যেন এক চিলতে মিরসরাই হাতের মুঠোয় ধরা দেয়। এ স্থান থেকে সূর্যাস্ত খুব চমৎকারভাবে দেখা যায়। তবে এখানে পর্যটকের তুলনায় একেবারে অপ্রতুল আবাসন ব্যবস্থা। নিরাপত্তা সংকটও আছে প্রকট। যা বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যটনের বিকাশে। উপজেলাটিতে পর্যটনের অপার সম্ভাবনা সত্ত্বেও পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তুলতে মনোযোগ নেই সরকারি-বেসরকারি সংস্থাগুলোর। এখানে ভ্রমণপিপাসু লোকজনের জন্য আছে বিস্ময়ের অফুরন্ত ভান্ডার। পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝরনা, নিবিড় বনে ঢাকা উঁচু পাহাড়ের সারি আর নিরিবিলি সাগরসৈকত। সন্ধ্যার পর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের শিল্প কারখানাগুলোর জ্বলা লাইটগুলো অন্যরকম সৌন্দর্যের আবহ সৃষ্টি করে। মেঘলা দিনে পাহাড় আর মেঘের খেলা, শীতকালে কুয়াশার চাদরে মোড়া...