গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ’ বহরের মাঘরেব শাখা জানিয়েছে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো অজ্ঞাতনামা সামরিক বিমান তাদের জাহাজগুলোর ওপর দিয়ে উড়ে গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া এক পোস্টে সংগঠনটি জানায়, দুটি অজ্ঞাত সামরিক বিমান তাদের জাহাজের ওপর দিয়ে উড়ে যায়। পরবর্তী এক বিবৃতিতে তারা উল্লেখ করে, এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো বহরের জাহাজগুলো গ্রিসের আঞ্চলিক জলসীমায় অবস্থানকালে নিচু উচ্চতায় সামরিক বিমান ওড়ার ঘটনা ঘটল। এদিন শাখাটি আরও জানায়, দুটি অজ্ঞাত বিমান তাদের জাহাজগুলোর ওপর দিয়ে চক্কর দেয়।আরও পড়ুনআরও পড়ুনবাগরাম ঘাঁটি দখলে মার্কিন পাঁয়তারা, বিরোধীতা করে যা বলল চীনসহ ৪ দেশ এদিকে তিউনিশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির সিদি বু সাঈদ বন্দরে নোঙর করা গ্লোবাল সুমুদ বহরের একটি জাহাজে হামলার অভিযোগে এক বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম...