সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, গাজায় যা ঘটছে, তা গণহত্যার চেয়ে কম কিছু নয়।’ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) স্পেনের সান সেবাস্তিয়ানে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা বারবার তাকে গাজা যুদ্ধ নিয়ে প্রশ্ন করেন। উৎসব আয়োজকেরা প্রশ্ন থামানোর চেষ্টা করলেও লরেন্স শেষ পর্যন্ত নিজের অবস্থান জানাতে পিছপা হননি। লরেন্স তার নতুন ছবি ‘ডাই মাই লাভ’-এর প্রদর্শনী আর মর্যাদাপূর্ণ ‘দোনস্তিয়া অ্যাওয়ার্ড’ নিতে উৎসবে এসেছেন লরেন্স। সেখানে আয়োজিত সংবাদ সম্মেলনেই তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি। এটি ভয়ংকর, যা ঘটছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একেবারেই গণহত্যা। আমি আমার সন্তানদের জন্য আতঙ্কিত, আমাদের সবার সন্তানের জন্য।’ আরও পড়ুনআরও পড়ুনমার্কিন রাজনীতি নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাঞ্জেলিনা জোলি একই সঙ্গে, ‘যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও তাকে হতাশ...