অসাধারণ একটি টুর্নামেন্ট কাটাচ্ছেন অভিষেক শর্মা। ৬ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে ৩০৯ রান, গড় ৫১ দশমিক পঞ্চাশ; সবচেয়ে গুরুত্বপূর্ণ তার স্ট্রাইক রেট। এই আসরে একমাত্র ব্যাটসম্যান আভিষেক যার স্ট্রাইক রেট দুই'শর উপরে। ৬ ম্যাচে ছক্কা হারিয়েছেন ১৯টি, যা টুর্নামেন্ট রেকর্ড। ভারত চ্যাম্পিয়ন হোক বা না হোক- এমভিপি ট্রফি ও ২০ হাজার ডলার প্রাইজমানি অভিষেকের থেকে থেকে অন্য কারও কেড়ে নেওয়া কঠিন চ্যালেঞ্জের বিষয়। তবে, অভিষেককে যে দুজন চ্যালেঞ্জ জানাতে পারতেন সেই পাথুম নিশাঙ্কা ও সাইফ হাসান- দু'জনের দলই সুপার ফোর থেকে বিদায় নেওয়ায় ফাইনালে নিজেদের প্রমাণ করতে পারলেন না তারা। এই এশিয়া কাপে এখন পর্যন্ত একমাত্র সেঞ্চুরিয়ান পাথুম নিশাঙ্কা ৬ ম্যাচে এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে ৪৩ দশমিক পঞ্চশ গড়ে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ রান। তার স্ট্রাইক রেটও ১৬০ এর...