এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারত, আর বিদায়ও নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। ফলে সুপার ফোরের শেষ ম্যাচটা ছিল কেবল নিয়মরক্ষার। তবে সেই ম্যাচেই দেখা গেল টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ২০২ রানে সমতায় শেষ হয় দুই দলের ইনিংস। শেষমেশ নাটকীয় সুপার ওভারে জয় পায় সূর্যকুমার যাদবের ভারত। টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০২ রান তোলে ভারত। শুরুতে শুভমান গিল (৪) দ্রুত ফিরলেও অভিষেক শর্মা ৩১ বলে ৮ চার ও ২ ছক্কায় ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। সঞ্জু স্যামসন (৩৯) ও তিলক ভার্মার (৪৯*) জুটি দলকে এগিয়ে নেয়। শেষদিকে অক্ষর প্যাটেলের ১৫ বলে ২১ রানে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০২। শ্রীলঙ্কার পাঁচ বোলার সমান একটি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কুশল...