চলমান এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে দারুণ ফিফটি হাঁকিয়ে ‘গানশট’ উদযাপন করেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তার এই উদযাপন ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা অভিযোগ জানায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে। পাক এই ক্রিকেটার দুই ভারতীয় ক্রিকেটারেরই উদাহরণ টেনে দাবি করেন, ‘গানশট’ উদযাপনের মধ্য দিয়ে তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাননি।ভারতের অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তার উদযাপনের ব্যাখ্যা চায় আইসিসি। শুনানিতে পাকিস্তানের ব্যাটার দাবি করেন, তার উদযাপন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, ‘অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উদযাপন করেছেন।’ফারহান দাবি করেন, শুধু এবারই প্রথম নয় এর আগেও অনেক ক্রিকেটার এভাবে উদযাপন প্রকাশ করেছে। এই ধরনের উদযাপন ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে। তিনি আলাদা...