কলকাতায় একাধিক দুর্গাপূজার উদ্বোধন করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই পূজার মঞ্চ থেকে পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কলকাতার শিয়ালদহ সংলগ্ন সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করে গেলাম যে আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এমন একটা সরকার প্রতিষ্ঠা হোক, যারা সোনার বাংলা গঠন করতে পারে। আমাদের এই বাংলা যেন ফের সুরক্ষিত, সমৃদ্ধ, শান্তি ও উর্বর হয়ে ওঠে এবং আমরা যেন কবিগুরুর সেই সোনার বাংলাকে নির্মাণ করতে পারি। তিনি আরও বলেন, দুর্গাপূজার এই উৎসব যেন আমাদের শুভ মুহূর্তগুলো বয়ে আনে, বাংলাকে যেন নতুন উচ্চতায় নিয়ে যায় এবং বাংলার উন্নয়নের মধ্যে দিয়ে উন্নত ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখেছেন আমরা যেন তা পূরণ করতে পারি।...