ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বায়ার্ন মিউনিখে দুর্দান্ত সময় পার করছেন। গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে কেইনের জোড়া গোলে ভেরডার ব্রেমেনকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে লিগে টানা পঞ্চম জয় পেয়েছে বায়ার্ন। এই ম্যাচেই রোনালদো ও হলান্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন কেইন। এই ম্যাচে জোড়া গোল করে বায়ার্নের জার্সিতে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেইন। এই মাইলফলক ছুঁতে তার লেগেছ মাত্র ১০৪ ম্যাচ, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এক ক্লাবের হয়ে সবচেয়ে কম ম্যাচে শততম গোল করার নতুন রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ১০৫ ম্যাচে, যা দখলে ছিল ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) ও আর্লিং হলান্ডের (ম্যানচেস্টার সিটি)। বায়ার্নের ঘরের মাঠ আলিয়েঞ্জ অ্যারেনায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন। ২২ মিনিটে জোনাথন টাহ গোল করে দলকে এগিয়ে নেন। ৪৪ মিনিটে ব্রেমেনের ডিফেন্ডারদের ফাউলে পেনাল্টি...