ঈদনির্ভর ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যান্য উৎসবেও সিনেমা মুক্তির তোড়জোড় দেখা যায়। এর মধ্যে অন্যতম দুর্গাপূজা। প্রতিবছর পূজায় একাধিক সিনেমা মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মুক্তি পেয়েছে তিন সিনেমা। এগুলো হলো মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, এস এম শফিউল আযমের ‘উদীয়মান সূর্য’। এ তিন সিনেমা গত শুক্রবার থেকে দেশের প্রেক্ষাগৃহে চলছে। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে, সিনেমাগুলোর প্রতি দর্শক আগ্রহ তো দূরে থাক, নেই প্রেক্ষাগৃহ মালিকদেরও আগ্রহ। অনেকেই নতুন এসব সিনেমার বদলে পূজা উপলক্ষ্যে পুরোনো সিনেমাই চালাচ্ছেন। পূজায় মুক্তিপ্রাপ্ত তিন সিনেমার মধ্যে ‘সাবা’য় অভিনয় করেছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এটি তার অভিনীত প্রথম সিনেমা। যদিও মুক্তির হিসাবে দ্বিতীয়। কারণ তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ আগেই মুক্তি পেয়েছে। ‘সাবা’র নায়িকা মেহজাবীন, তবু এ সিনেমা নিয়ে...