ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজপথের সঙ্গী যুগপৎ আন্দোলনের জোট ও দলগুলোর কাছে তাদের সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়েছে বিএনপি। মিত্ররা তালিকা দেওয়ার পরে দলের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। খুব শিগগিরই যুগপৎ আন্দোলনের দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে তাদের প্রার্থী তালিকা জমা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইতোমধ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মিত্র দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছেন। কোনো কোনো নেতার সঙ্গে আসন নিয়েও কথা হয়েছে। এ নিয়ে মিত্র জোট ও দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করবে। এরপর তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করবে। কোনো জোট তাদের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রণয়নও করেছে। তবে তালিকা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেয়নি...