ঢাকা: নিউইয়র্কে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেয়ায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তিনি ‘উসকানিমূলক আচরণ’ করেছেন এবং ‘মার্কিন সেনাদের আদেশ অমান্য করার আহ্বান’ জানিয়েছেন। এসব অভিযোগের ভিত্তিতে প্রেসিডেন্ট পেত্রোর মার্কিন ভিসা বাতিলের প্রস্তুতি চলছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “শুক্রবার সকালে প্রেসিডেন্ট পেত্রো নিউইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করার আহ্বান জানান এবং সহিংসতা উসকে দেন।”সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই দিন পেত্রো জাতিসংঘ সদর দপ্তরের বাইরে হাজারো ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীর সাথে যোগ দেন। বিক্ষোভকারীরা তখন গাজায় ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।পেত্রোর বিরুদ্ধে মার্কিন এই পদক্ষেপ কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। মানবাধিকার ও আন্তর্জাতিক রাজনীতিতে পেত্রো নিজেকে...