২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, তার নোবেল পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমর্থন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার সাম্প্রতিক কর্মকাণ্ড নোবেল শান্তির মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি প্রতি বছর মনোনীত প্রার্থীদের যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং সেই তালিকায় থেকে বিজয়ী নির্বাচন করা হয়। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হবে ১০ অক্টোবর। বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের তদবির স্বয়ং কমিটির কাছে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বরং কমিটি মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি বা সংস্থা কে প্রধান্য দিতে পারে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNHCR),...