ফাইনালের আগেই ফাইনাল! সুরিয়াকুমার ইয়াদাভ এমন স্বাদই পেলেন। টুর্নামেন্টের পথচলায় যে ম্যাচের গুরুত্বই ছিল না, নিয়ম রক্ষার সেই ম্যাচটিই উপহার দিল রুদ্ধশ্বাস উত্তেজনা। বেশির ভাগই একতরফা ম্যাচের এই আসরে সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়াল ভারত-শ্রীলঙ্কার এই লড়াই। ভারতীয় অধিনায়কের তো মনে হয়েছে, এটিই বুঝি ফাইনাল! এশিয়া কাপের সুপার ফোর পর্বের শেষ ম্যাচে শুক্রবার দুবাইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। ম্যাচটি ছিল কেবলই আনুষ্ঠানিকতার। ফেভারিট ভারত ও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আগেই। রোমাঞ্চ ও উত্তেজনার নানা বাঁক পেরিয়ে ‘টাই’ হয় এই ম্যাচ। পরে সুপার ওভারে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরে অপরাজেয় যাত্রা ধরে রাখে ভারত। একটা পর্যায়ে অবশ্য ভারতকে পরাজয়ের মুখেই মনে হচ্ছিল। ২০২ রানের পুঁজি নিয়েও তাদেরকে কঠিন পরীক্ষায় ফেলেছিল শ্রীলঙ্কা। রান তাড়ায় ১১ ওভারে লঙ্কানদের রান ছিল কেবল ১টি...