যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর ভিসা বাতিল করা হবে। এ সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের যুক্তি, পেট্রোর ‘অবিবেচক ও উসকানিমূলক কর্মকাণ্ড’। অভিযোগ অনুযায়ী, তিনি শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফরের বাইরে বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণ দেন। স্টেট ডিপার্টমেন্টের এক পোস্টে বলা হয়, ‘আজ কলম্বিয়ার রাষ্ট্রপতি নিউইয়র্কের সড়কে দাঁড়িয়ে মার্কিন সেনাদের আদেশ অমান্য করতে এবং সহিংসতা উসকে দিতে বলেছিলেন।’ পোস্টে পেট্রোর অভিযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য নেই। তবে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, পেট্রো হাজার হাজার প্রো-প্যালেস্টাইন সমর্থকের সঙ্গে মিলিত হয়ে ইউনাইটেড নেশনস ভবনের বাইরে বক্তব্য দিচ্ছেন। ভিডিওতে তিনি বলেন, তার দেশ জাতিসংঘে একটি প্রস্তাব দেবে, যা ‘বিশ্বের মুক্তির জন্য একটি সেনাবাহিনী গঠনের’ পরিকল্পনা অন্তর্ভুক্ত করবে। অনানুষ্ঠানিক অনুবাদে তার ভাষণ অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ এ সেনাবাহিনীতে সৈন্য প্রেরণ করবে, যারা ‘আন্তর্জাতিক ন্যায়ের...