বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এবার শোনা গেল, নির্বাচনও করছেন তিনি। বোর্ডের পরিচালক পদের জন্য নির্বাচন করার কথা নিজ মুখেই জানিয়েছেন তিনি। পেশাগত জীবনে গায়ক হলেও এক সময় ক্রিকেট খেলেছেন আসিফ। নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে। কুমিল্লা লিগেও খেলেছেন স্কুলজীবনে। নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জিলা স্কুল ও আন্তঃকলেজ ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক। একটা সময় খেলা ছেড়ে গানে মন দিলেও মাঠের সঙ্গে যোগাযোগটা হারিয়ে যেতে দেননি আসিফ। গানের শো করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আসিফ। নিউইয়র্ক থেকেই দেশের একটি গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচনে অংশগ্রহণের কথা। আসিফ জানিয়েছেন, বিসিবির কাউন্সিলর হওয়ার আগ্রহ তার নিজের তেমন ছিল না। কুমিল্লার সাবেক-বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের...