জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রাখতে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আবারও জানালেন— গাজায় হামলা থামবে না। বরং তার ভাষায়, ‘কাজ শেষ করতে হবে’। একইসঙ্গে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে বললেন ‘পাগলামি’, ‘অসুস্থ চিন্তা’। এই বক্তব্যে যখন নেতানিয়াহু মঞ্চে উঠলেন, তখন হল ছাড়লেন ৫০টিরও বেশি দেশের শতাধিক কূটনীতিক। সম্প্রতি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া—এই সব দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই প্রেক্ষাপটেই জাতিসংঘের এই অধিবেশনে নেতানিয়াহু দাঁড়িয়ে বললেন— ‘দুই রাষ্ট্রভিত্তিক সমাধান পাগলের প্রলাপ, আমরা এটা করব না’। তার ভাষায়, ‘৭ অক্টোবর হামলার পর ফিলিস্তিনের হাতে জেরুজালেমের এক মাইল দূরে রাষ্ট্র তুলে দেওয়া মানে ৯/১১–এর পর নিউ ইয়র্কের এক মাইল দূরে আল-কায়েদার হাতে রাষ্ট্র তুলে দেওয়ার মতো’। এই বক্তব্য চলাকালেই নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভে ফেটে পড়েন হাজারো মানুষ। টাইমস স্কয়ারে...