‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পাওয়ায় শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান খান চৌধুরীকে অভিনন্দন জানিয়েছে মিডল্যান্ড ব্যাংক। তিনি ব্যাংকটির সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা শাখার পক্ষ থেকে নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম, অন্য সম্মানিত পরিচালকরা এবং এমডি ও সিইও আহসান-উজ জামান অসাধারণ কৃতিত্বের জন্য আহসান খান চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। আহসান-উজ জামান বলেন, আমরা উনার কৃতিত্বে খুবই আনন্দিত। উনার নেতৃত্বে প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু ব্যবসায়িক সাফল্য অর্জন করা নয়, বরং সমাজকে এগিয়ে নেওয়া এবং মানুষের জীবনকে সমৃদ্ধ করা। এ পুরস্কার সেই স্বপ্ন এবং দৃষ্টিভঙ্গির প্রতিফলন। ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন আহসান খান চৌধুরীকাজের জন্য ঢাকায় যাওয়ার দিন ফুরিয়ে আসছে: আহসান খান চৌধুরী গত মঙ্গলবার (২৩...