নিজস্ব প্রতিবেদক : ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়া (Push-out) অবৈধ ও আইনবহির্ভূত বলে রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছেন, বাংলাদেশের কারাগারে আটক থাকা ছয় ভারতীয় নাগরিককে চার সপ্তাহের মধ্যে ভারতে ফিরিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সোনালি খাতুন নামের এক গর্ভবতী নারীসহ দুটি পরিবারের ছয় সদস্যকে ‘বাংলাদেশি’ সন্দেহে দিল্লি পুলিশ আটক করে এবং মাত্র দুই দিনের ব্যবধানে বাংলাদেশে পাঠিয়ে দেয়। যদিও বীরভূম জেলা পুলিশ তাদের ভারতীয় নাগরিকত্বের পক্ষে আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিলসহ একাধিক প্রমাণ দেয়। বাংলাদেশে ঠেলে দেওয়ার পর তারা কিছুদিন সাধারণভাবে অবস্থান করলেও পরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হাতে গ্রেফতার হন। বর্তমানে তারা সেখানকার কারাগারে আটক, এবং সোনালি খাতুন বর্তমানে আট মাসের গর্ভবতী। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর বেঞ্চ বলেন:আটক ও পুশ-আউট বেআইনি ছিল।নাগরিকত্ব যাচাইয়ের ৩০...