‘সুরের বাঁধনে পঞ্চাশ বছর’ প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ-চীন সংগীত প্রতিযোগিতার দ্বিতীয় আসর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমি অডিটোরিয়ামে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্যদিয়ে দুই দেশের তরুণ শিল্পীরা কণ্ঠ মিলিয়েছেন মৈত্রীর গানে। প্রতিযোগিতার শুরুতে সংগীতের লড়াই হয় চীনা ও অ-চীনা (বাংলাদেশি) এই দুই গ্রুপে। এ দুই গ্রুপ থেকে দু’জন করে স্বর্ণ ও রৌপ্যপদক এবং ছয়জন ব্রোঞ্জ পদক জেতেন। বাকি প্রতিযোগীরা পেয়েছেন বিশেষ পুরস্কার। স্বর্ণপদক জেতেন বাংলাদেশি তরুণ আবু সাইদ ও চীনা তরুণী সুন লিপিং। রৌপ্য পদক জেতেন বাংলাদেশি তরুণী তাসমিয়া রহমান ও চীনা তরুণী লিউ লুসি। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. শাহ-ই-আলম, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি ওয়াং বেনছিয়ান, বাংলাদেশ ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইয়ান চিয়াহেং এবং বাংলাদেশে তিনটি কনফুসিয়াস...