মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ডিস্ট্রিবিউশন ও মার্কেটিং প্রতিষ্ঠান মৈত্রী ইনফিনিটি এসডিএন বিএইচডি দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫-এ অফিশিয়াল ট্রেড পার্টনার হিসেবে অংশগ্রহণ করেছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ উৎসবের আয়োজন করেছে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ), সহযোগিতায় রয়েছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এ মেলায় দেশি-বিদেশি মিলে প্রায় ৫ হাজারেরও বেশি দর্শনার্থী অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। দীর্ঘদিন ধরে বাংলাদেশি শীর্ষস্থানীয় খাদ্য ও পানীয় ব্র্যান্ড মালয়েশিয়ায় সফলভাবে বিতরণ করে আসছে মৈত্রী ইনফিনিটি। তাদের ডিস্ট্রিবিউশনের তালিকায় রয়েছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের রাধুনী ও রুচি, মেঘনা গ্রুপের গিয়ার এনার্জি ড্রিংকস, আকিজ ফুড অ্যান্ড বেভারেজের মোজো কোলা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বিস্কুট ও ক্যান্ডি, আকিজ বেকারসের বেকারি সামগ্রী, ইস্পাহানি ফুডসের চা, এবং মেরিডিয়ান ফুডসের নানা খাদ্যপণ্য। শুধু পার্টনারশিপ নয়, প্রতিষ্ঠানটির নিজস্ব চারটি ব্র্যান্ড—মৈত্রী, রিচিনা, লামহা ও...