মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংশ্লিষ্ট নতুন কিছু নথি প্রকাশ করেছে, যেখানে ধনকুবের ইলন মাস্ক ও প্রিন্স অ্যান্ড্রুর নাম এসেছে। প্রশাসনিক দুর্নীতি, সরকারি নথি, আর্থিক অপব্যবহার নিয়ে তদন্তের দায়িত্বে থাকা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটিকে জেফ্রি এপস্টিন এস্টেটের দেওয়া এসব নথিতে দেখা যাচ্ছে, মাস্ককে ২০১৪ সালের ডিসেম্বরে এপস্টিনের দ্বীপে যেতে আমন্ত্রণ জানানো হয়েছিল। পৃথকভাবে ২০০০ সালের মে মাসের এক ফ্লাইটের যাত্রী তালিকায় পাওয়া গেছে ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রুর নাম। এ প্রসঙ্গে মাস্ক ও অ্যান্ড্রুর মন্তব্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রিন্স অ্যান্ড্রু এর আগে কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছিলেন। মাস্কও আগে বলেছিলেন, এপস্টিন তাকে তার দ্বীপে আমন্ত্রণ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। নতুন যেসব নথি প্রকাশিত হয়েছে তা মিলেছে জেফ্রি এপস্টিন এস্টেটের দেওয়া তৃতীয় ব্যাচের...